ঢাকা: রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় নিহত পাঁচ জঙ্গিসহ আজ্ঞাত পরিচয় আরও ১৫ জনের নামে মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করেছে।
সোমবার (০৪ জুলাই) রাতে গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়।
থানার পরিদর্শক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী ও অস্ত্র ধারাসহ মোটি পাঁচটি ধারায় মামলাটি দায়ের হয়েছে। যার তদন্ত করবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
গত শুক্রবার (০১ জুলাই) রাতে গুলশানে হামলার ঘটনা ঘটে। যাতে দেশি-বিদেশিসহ মোট ২৮ জন নিহত হন।