বাংলার প্রতিদিনডটকম, ঢাকা ঃ
গার্মেন্টস স্থানান্তর ও বকেয়া আদায়ের প্রতিবাদে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন ফ্যাশন নেটওয়ার্ক গার্মেন্টসের কর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কর্মীরা এ বিক্ষোভ শুরু করে।
এ সময় পুরো রাস্তাজুড়ে গার্মেন্টস কর্মীদের দেখা যায়। এতে সায়েন্সল্যাব থেকে কাঁটাবন ও হাতিরপুল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
এদিকে পুলিশ জানায়, তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।তবে তারা তাদের দাবিতে অনড় থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, শুনেছি এ এলাকা থেকে ফ্যাশন নেটওয়ার্ক গার্মেন্টসটি গাজীপুরে স্থানান্তর করা হচ্ছে। শ্রমিকরা ৪ মাসের বকেয়া আদায়ের প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে।