অনলাইন ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট ভিক্ষুকের সরদার হিসেবে দেশ পরিচালনা করেছে আর আওয়ামী লীগ দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং কল্যাণে মাথা উঁচু করে চলার নীতিতে দেশ চালাচ্ছে।
বৃহস্পতিবার ডিপ্লোমা কৃষিবিদদের মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালে কৃষিমন্ত্রী এবং ৫৬ সালে শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিসেবে এ দেশের কৃষি ও শিল্পবিকাশের উদ্যোগ নিয়েছিলেন। তার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশকে স্বনির্ভর করতে নানা উদ্যোগও নেয়া হয়েছিল। ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর অবৈধ ক্ষমতা দখলকারীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সব পদক্ষেপ বন্ধ করে দেয়। একই পথে চলে বিএনপি-জামায়াত জোট সরকার।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে কৃষিজমি কমছে। এজন্য খাদ্য উৎপাদনে গবেষণার ওপর জোর দিয়েছে সরকার। কৃষির আধুনিকায়ন এবং নতুন নতুন ফসলের জাত উদ্ভাবনের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছে সরকার।
ডিপ্লোমা কৃষিবিদদের মাঠ পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধির মূল চালক উল্লেখ করে প্রধানমন্ত্রী, যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।