অনলাইন ডেস্কঃ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুই মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব মামলা আমলে নেওয়া কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে আইনসচিব, স্বরাষ্ট্রসচিবসহ সংশ্লিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ রোববার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও এ জে মোহাম্মদ আলী। তবে রাষ্ট্রপক্ষে কে ছিলেন, তা জানা যায়নি।
মামলার বিবরণে জানা যায়, ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল ১- এ আগামী ১০ এপ্রিল মামলা দুটির অভিযোগ গঠন প্রশ্নে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর দারুস সালাম থানায় একাত্তর পরিবহনে অগ্নিসংযোগের অভিযোগে খালেদা জিয়াসহ ২৬ জন ও নিউ ভিশন পরিবহনে অগ্নিসংযোগের অভিযোগে খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়। গত বছরের ১০ আগস্ট মামলাগুলো আমলে নেওয়া হয়।