মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি তহবিল থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে। উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার কোটি টাকার ওপরে।
অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, খুলনা, কুমিল্লা ও রংপুর অঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। সভা শেষে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী।