শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে : গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী
সংগঠন কর্মীরহাতের উদ্যোগে যৌতুক বিরোধী প্রকল্পের আওতায় আয়
বর্ধক ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর ১১তম ব্যাচের ২০ জন
প্রশিক্ষনার্থীকে পা-চালিত সেলাই মেশিন, সনদপত্র, আর্থিক সহায়তা
প্রদান ও সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার কর্মীরহাত চত্বরে অনুষ্ঠিত হয়।
কর্মীরহাতের সহ সভাপতি মোঃ আব্দুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য
রাখেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আলিয়া
ফেরদৌস জাহান, কর্মীরহাতের যুগ্ম সম্পাদক আবু জাফর সাবু, আব্দুল
মাজেদ রাজু, সৈয়দ আাজহারুল ইসলাম লালু, মোঃ মাহমুদুল হক রতন,
প্রশিক্ষণার্থী সাজিয়া ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কর্মীরহাতের সহ সভাপতি মোঃ আমিনুল ইসলাম
খোকন, সহ-সাধারণ সম্পাদক মোঃ জহুরুল কাইয়ুম, কোষাধ্যক্ষ মোঃ হায়দার
আলী, আজীবন সদস্য মোঃ ফজলুল করিম, নির্বাহী সদস্য সামিউল ইসলাম
পিপলু, সদস্য মোঃ রকিবুল হক চৌধুরী, তোসাদ্দেক হোসেন বিলু,
বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর
রহমান সরকার প্রমুখ।
প্রসঙ্গত উলেখ্য যে, নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি
(নাবিক) এর অর্থায়নে এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত ২৩৪ জন মেয়েকে
পোশাক তৈরি, সূচী কর্ম, রান্না শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা,
আত্ম-সুরক্ষা, গবাদী পশু পালন, শাক-সবজী চাষ ও নার্সেস এইড অন্যান্য
বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে
একটি করে পা-চালিত সেলাই মেশিন, সনদপত্র ও মুলধন হিসেবে ৩ লাখ ৮৮
হাজার টাকা প্রদান করা হয়। এবারে ২টি ব্যাচে ৪০ জন মেয়ে প্রশিক্ষণে
অংশ গ্রহণ করে। তন্মধ্যে গাইবান্ধা কেন্দ্রের ২০ জন মেয়ের প্রশিক্ষণ
কার্যক্রম সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ২০ জন মেয়ের প্রশিক্ষণ কার্যক্রম
সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ঝাউলার বাজার কেন্দ্রে
চলছে।