মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দিনাজপুর জেলার সদর উপজেলার চেহেলগাজী মাজারের সামনে থেকে গতকাল মঙ্গলবার (১১ই এপ্রিল) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে দিনাজপুর গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি পেশ করেছে আটক দু’জনই জেএমবি।
আটক দুই জেএমবি সদস্য হলো— দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দক্ষিণ রামনগর এলাকার নাসিমউদ্দিনের ছেলে আব্দুল কাদের শাওন ও কাহারোলে উপজেলার উচিতপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে আবুল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান।
মনিরুজ্জামান জানায়, গ্রেফতারের পর ওই দু’জনকে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এফ এম আহসানুল হকের আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এসময় তারা জেএমবির বিভিন্ন ধরনের তৎপরতার সঙ্গে জড়িত বলে স্বীকার করে নেয়, বলে জানায় তিনি।