অনলাইন ডেস্কঃ
এবার হাসপাতালে ভর্তি হয়েছেন সময়ের আলোচিত নায়িকা বুবলী। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আজ (শুক্রবার) রাত ১০টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।বুবলীর ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তার অসুস্থতার খবরটি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বুবলী বড় বোন সঙ্গীতশিল্পী নাজমিন মিমি।
তবে মাত্রাতিরিক্ত জ্বর ও প্রেশার ফল করায় ডাক্তার তাকে ইমার্জেন্সি বিভাগে নিয়ে গেছেন বলে জানান তিনি।এর আগে গেলো বৃহস্পতিবার শাকিব খান অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।
ডাক্তাররা জানান, খাবারে অনিয়ম করায় এসিডিটি সমস্যা হয়েছে। শুক্রবার বিকেলেই তাকে ছেড়ে দেয়া হয়। এরপর শাকিব গুলশানে ‘রংবাজ’ ছবির মহরতে অংশ নেন। সেখানে ছবির নায়িকা বুবলীও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম থেকেই তাকে খুব বিষণ্ণ দেখাচ্ছিল।
এদিকে শুক্রবার রাতেই এ নায়ক তার ছেলে আব্রাহাম ও অপু বিশ্বাসের সঙ্গে দেখা করেছেন।শামীম আহমেদ রনি পরিচালিত ‘রংবাজ’ ছবির নায়িকা বুবলীকে নেয়া নিয়েই শাকিব-অপুর দ্বন্দ্ব শুরু হয়। শাকিবের সঙ্গে নায়িকা বুবলীর নানা মুখরোচক খবরে স্বামী শাকিবের ওপরে বিরক্ত ছিলেন অপু।
তাকে বারবার বুবলীর সঙ্গে সিনেমা করতে না করলেও শাকিব কথা রাখেননি। এক পর্যায়ে অপু তার ও শাকিবের ৯ বছরের গোপন বিয়ের কথা গণমাধ্যমের কাছে ফাঁস করে দেন। শাকিব-অপু ও বুবলীর মধ্যকার ত্রিমুখী রসায়ন চলচ্চিত্রবোদ্ধাদের ভাবিয়ে তুলেছে।