আল মামুন জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে শহিদ ডা: আবুল কাশেম ময়দান চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে জয়পুরহাট পৌরসভা মিলনায়তনে মাইটিভির ৭ বছর পেরিয়ে ৮ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্ভোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
কেক কাটা শেষে মাইটিভির জয়পুরহাট জেলা প্রতিনিধি বিপুল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি), জয়পুরহাট প্রেস ক্লাবের ভারঃ সভাপতি আবু বক্কর সিদ্দিক,জয়পুরহাট ইলেক্ট্রনিক জার্নালিষ্ট ফোরামের সাধারন সম্পাদক সম্পাদক রফিকুল ইসলাম রফিক গাজী টিভির জেলা প্রতিনিধি খ,ম আব্দুর রহমান রনি,সাবেক প্যানেল চেয়ারম্যান নন্দনাল পার্শী, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এরশাদুল বারী তুষার,দৈনিক আমাদের সময় ও বাংলা নিউজের জেলা প্রতিনিধি শাহিদুল আলম সবুজ,গোলজার হোসেন, মহিলা কমিশনার ফেন্সী আকতার , একুশে টিভির জেলা প্রতিনিধি এস.এম শফিকুল ইসলাম, ডিবিসি নিউজ এর জেলা প্রতনিধি আল-মামুন, বাংলা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, মোহনা টিভি হিলি পাঁচবিবি প্রতিনিধি আকতার হোসেন বকুলসহ অনেকে। র্যালীতে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ গ্রহন করেন।