বাংলার প্রতিদিন ডটকম, ঢাকাঃ
ভারতের সঙ্গে সামরিক সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় চীন-ভারত যুদ্ধ বাঁধলে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন হাফিজউদ্দিন আহমেদ। ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার আনুষ্ঠানিক কাঠামো কেন প্রয়োজন হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সমঝোতা স্মারকে কী আছে, তা বিস্তারিত প্রকাশের দাবি জানান তিনি।
হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘বিভিন্ন কোর্সে অংশগ্রহণ; এগুলো তো চলছেই। নতুন তো কোনো কিছু দেখি না যার জন্য একটি সমঝোতা স্বাক্ষর করতে হলো। তাহলে কি গোপন কিছু আছে এর মধ্যে? ধরলাম চীন আর ভারতের মধ্যে যুদ্ধ লেগে গেল। ভারত চাইবে তার সেনাবাহিনী, ট্যাংক বা অন্যান্য অস্ত্রশস্ত্র বাংলাদেশের ওপর দিয়ে যেতে। তখন আমরা চীনের শত্রু হয়ে গেলাম। আমরা তো কারো শত্রুতা চাই না।’
বিশ্ব রাজনীতির যেভাবে নতুন মেরুকরণ হচ্ছে, সে সময় কোনো একটি দেশের সঙ্গে এ ধরনের সমঝোতা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্য নষ্ট হবে বলে মন্তব্য করেন হাফিজউদ্দিন।