অনলাইন ডেস্কঃ
বিমান ছিনতাইয়ের হুমকির পর ভারতের মুম্বাই, চেন্নাই ও হায়দরাবাদ বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পিটিআইর ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ওই সতর্কতা জারি করা হয়। ওই তিনটি বিমানবন্দর ত্যাগ করা বিমান ছিনতাই করা হতে পারে বলে জানান তাঁরা।
ওই তিনটি বিমানবন্দরে যাত্রীদের কড়া তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে। এ ছাড়া নিরাপত্তাকর্মীদের কাজে সহায়তা করার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে বলে জানানো হয়েছে পিটিআইর ওই প্রতিবেদনে।
গত বছর জানুয়ারিতেও এ ধরনের একটি বিমান ছিনতাইয়ের হুমকি দেওয়া হয়। সে সময় ভারতের বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা সিআইএসএফ বিষয়টি মোকাবিলা করে।