সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে টাংগুয়ার হাওরে নৌকা ডুবিতে ১জেলে
নিখোঁজ রয়েছে। এঘটনায় আহত হয়েছে ৫জন। নিখোঁজ ব্যাক্তি
জেলার মধ্যনগড় থানা রুপনগর গ্রামের উসমান গনি ছেলে
সাজিকুল মিয়া (২৭)। স্থানীয় সুত্রে জানাযায়,রবিবার সকাল
সাড়ে ৫টায় সময় সাজিকুল মিয়া সহ ৮-৯জনের জেলে কাঠের তৈরী
ডিঙ্গি নৌকা নিয়ে টাংগুয়ার হাওরে মাছ ধরতে যায়। টাংগুয়া
থেকে ভেরভেরিয়া হাওরে যাওয়া পথে হঠাৎ করে প্রচন্ড ঝড়ের কবলে পরে
নৌকা উল্টে যায়। এ সময় সবাই সাতড়ে পাড়ে উঠতে পারলেও
সাজিকুল মিয়া পানি ডুবে যায়। অনেক খোজাঁখুজি করার পরেও
তার কোন সন্ধান পাওয়া যায় নি। টাংগুয়ার হাওরের দায়িত্বে থাকা
ম্যাজিষ্ট্রেট শামিম আল ইমরান এঘটনার সত্যতা নিশ্চিত করেন।