অনলাইন ডেস্কঃ
খেলাধুলার উন্নয়নে প্রয়োজনীয় সব কিছু করবে সরকার। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার সন্ধ্যায় গণভবনে ক্রীড়াবিদের দেয়া সংবর্ধনায় এ কথা বলেন তিনি।
নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের ৩৩৯ ক্রীড়াবিদকে এ সংবর্ধনা দেয়া হয়।এসময় ক্রীড়াঙ্গনের উন্নয়নে ও খেলাধুলার মেধা বিকাশে বিক্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
গেলো অক্টোবর থেকে এ পর্যন্ত বাংলাদেশের যেসব খেলোয়াড় ব্যক্তিগত বা দলগতভাবে দেশে এবং দেশের বাইরে ক্রীড়াক্ষেত্রে অংশ নিয়ে বিশেষ সাফল্য এনেছেন তাদেরকে গণভবনে আমন্ত্রণ জানানো হয়।
জাতীয় ক্রিকেট দল, নারী ক্রিকেট দল, জাতীয় হকি দল, হ্যান্ডবল, সাঁতার, যুব হকি, শুটিং, ভারোত্তোলন, গলফ, আর্চারি, দাবা, জুনিয়র ব্যাডমিন্টন, ইনডোর হকিতে নারী-পুরুষ, রোলবলের ক্রীড়াবিদ, নারী ফুটবল, অনূর্ধ্ব-১২ ছেলেদের ফুটবল দল প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা পেলেন।