আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে বিজিবির রংপুর রিজিয়ন আন্ত:ব্যাটালিয়ন সপ্তাহব্যাপী ফায়ারিং প্রতিযোগিতা।
আজ রবিবার সকালে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের ফায়ারিং রেঞ্জে নীলফামারী-৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন-বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মো: লিয়াকত আলী।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী ৫৬ বিজিবির পরিচালক লে.কর্নেল-মেহফুজ রহমান, পঞ্চগড় ১৮ বিজিবির পরিচালক লে.কর্নেল আল হাকিম মুহাম্মদ নওশাদ, ঠাকুরগাঁও বিজিবি হাসপাতালের পরিচালক লে.কর্নেল ফয়েজুল ইসলাম প্রমুখ
এ প্রতিযোগিতায় ঠাকুরগাঁও ছাড়াও রাজশাহী, রংপুর, নওগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, চাপাইনবাবগঞ্জ, ফুলবাড়ি বিজিবির ১৪টি ব্যাটালিয়ন অংশ নিচ্ছে। প্রতি ব্যাটালিয়নে রয়েছে ১৫জন সৈনিক। আগামী ২৩ এপ্রিল এ প্রতিযোগিতা শেষে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হবে।