আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর থানার এস,আই বিলাশ বলেন, মামলা করার পর থেকেই আমরা বিভিন্ন জায়গার তল্লাশি চালানোর পর রবিবার আনুমানিক দুপুর ১ টায় আসামী বকুলকে ঠাকুরগাওয়ের বাস টারমিনাল এলাকা থেকে উদ্ধার করা হয়। এর আগে ৫ই এপ্রিল নিপা রাণি (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী অপহরণ হয়েছে। এ ঘটনাই ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হলেন সিরাজুল ইসলাম (৩১) ও সাজু (২৮)। মামলা সূত্রে জানা গেছে, গত ৫ই এপ্রিল রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ কাঁঠালতলী গ্রামে রজনীকান্ত রায়ের মেয়ে ও কচু বাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিপা রাণি কে ঐ এলাকার পান্ডু মল্লার ছেলে বকুল ইসলাম জোর পূর্বক জিম্মি করে মটরসাইল যোগে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোজাখুজির করার পরও তাকে পাই নি। গত মঙ্গলবার নিপা রাণির বাবা রজনীকান্ত রায় ৫ জনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। এস,আই বিলাশ জানান, যাদেরকে এর আগে আটক করা হয়েছে তাদের সূত্র মতে নবম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করা হয়, উদ্ধারকৃতদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।