ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্দ্যেগে নিয়মিত ভ্রামমান আদালত পরিচালনার অংশ হিসেবে ১৭ এপ্রিল সোমবার ঠাকুরগাঁও শহর চৌরাস্তা ও তেলিপাড়া এলাকায় আদালত পরিচালিত হয়। স্বর্ণকার পট্টির দিশা জুয়েলার্সে ১ হাজার টাকা ও তেলিপাড়া রেজা ফিলিং স্টেশনে ১ হাজার টাকা (পরিমাপে কম দেওয়ার অপরাধে) জরিমানসহ মামলা দেন আদালত।
অন্যদিকে সদর নিশ্চিন্তপুর এলাকায় আরেক অভিযানে মাদক বিক্রেতা হাজেরা বেগম (৪৫) কে নিজ বাড়ী থেকে নিষিদ্ধ গাঁজা বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা সহ মামলা দেন। দুইটি প্রতিষ্ঠানে আদালত পরিচালনা করেন জেলা প্রসাশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব বহ্নিশিখা আশা। মাদকদ্রব্য আইনে আদালত পরিচালনা করেন জেলা প্রসাশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব সোহাগ চন্দ্র সাহ।
আদালত চলাকালে উপস্থিত ছিলেন বিএটিআই এর কর্মকর্তা, আধুনিক সদর হাসপাতাল এর নিরাপদ খাদ্য পরির্দশক (স্যানিটারি ইন্সপেক্টর), আক্তার ফারুক, পেশকার, সাইফুল ইসলাম, রশিদুল ইসলাম, সদর থানার অফিসার-সহ সঙ্গীয় র্ফোস। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানা যায়।