আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: বাউল গানের ছন্দে তালে নতুন বছর আসছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রাঙা মাটির পথটি জুড়ে পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার দুপুরে সি,এম, আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে পহেলা বৈশাখ উদর্যাপন করেছে ছাত্রীরা।
এ সময় উপস্থিত ছিলেন, সি, এম, আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্রনাথ ঝা, তিনি বলেন আমরা প্রতিবছর এই দিনটিতে পহেলা বৈশাখ উদর্যাপন করে থাকি। সে কারনে প্রতিবারের ন্যায় এবারও আমরা এই দিনটিতে পহেলা বৈশাখ উদর্যাপন করছি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষকা প্রীতি রাণী ও ছাত্রীসহ অন্যান্যরা।