অনলাইন ডেস্কঃ
দেশের ৫৪ টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ২৩ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ আহম্মাদ খান ( নির্বাচন পরিচালনা-২) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তফসিল ঘোষণা করেন।
এসব ইউপি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৭ এপ্রিল, মনোনয়ন যাচাই ও বাছাই ৩০ এপ্রিল, প্রত্যাহার ৭ মে এবং ভোট গ্রহণ করা হবে ২৩ মে।
৫৪ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৭টিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। মামলা বা অন্য কোনো কারণে স্থগিত থাকা ইউপির সংখ্যা ৯টি। এ ছাড়া ২৮টি ইউপির বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে যার মধ্যে একটি চেয়ারম্যান ও বাকিগুলোতে সদস্যপদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফরহাদ আহম্মাদ খান জানান, এ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।