কাজের খোঁজে ঠাকুরগাঁও পঞ্চগড়ের কয়েশ’ত কৃষক রওয়ানা হচ্ছে কুমিল্লার পথে।মঙ্গলবার বিকেলে কোচ কাউন্টারে গিয়ে দেখা যায় উপচে পড়া ভীড়।ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ জনগাঁও থেকে আসা আবুল নামের এক কৃষক জানান,আমরা সাত জন মিলে রওয়ানা দিচ্ছি এভাবে গ্রুপে ভাগ হয়ে কয়েশ কৃষক প্রতিবছর চায়না ধানের সময় রওয়ানা হই কুমিল্লার পথে।ধানের রোপা গাড়া,ধান কাটা সহ গৃহস্থলির কাজ করে থাকেন তারা।এতে এক মাসে কমপক্ষে ১২/১৩ হাজার টাকা আয় করেন।সাত বছর যাবত এই সময়ে তারা কুমিল্লায় যান।পঞ্চগড়ের আটোয়ারি থানার আলুয়াখাঁ থেকে আসা লুৎফর জানান,বর্তমানে ঠাকুরগাঁওয়ে তেমন কোন কাজ নেই তাই আটোয়ারী থেকে আমরা প্রায় পঞ্চাশ জন কুমিল্লায় যাচ্ছি।সেখানে দিন হাজিরাও বেশ ভালো।তারা ৪৫০-৪৮০ টাকা পর্যন্ত দিন হাজিরা দেন।আমরা কমপক্ষে সেখানে বিশ দিন থাকবো।আটোয়ারী থেকে আসা আরেক কৃষক রহমত জানান,আমরা কুমিল্লার লাকসাম,পদ্মা বাজার ,দেবীদ্বার সহ কয়েকটি জায়গায় গিয়ে উঠি,সেখানে গৃহস্থ আমাদের ৩/৪ দিনের জন্য কিনে নেন।কাজ শেষে টাকা বুঝিয়ে নিয়ে আবার অন্য জায়গায় বিক্রি হই।এভাবে প্রায় মাস খানেক আমরা জন খেটে আসি।শুধু কুমিল্লায় নয় এভাবে কৃষক এই সময়ে যান গাজিপুরের ধানতারায়,টঙ্গীর কাচপুরা সহ দেশের বিভিন্ন জায়গায়।
কোচ কাউন্টারে থাকা ঠাকুরগাঁও মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ন-সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান,বছরের এই সময়ে তাদের একটা বাড়তি আয় হয়।আর তারা চেষ্টা করেন কৃষকদের কাছ যতটুকু সম্ভব কম ভাড়া নিতে।