মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর: দিনাজপুরে অটো রাইস মিলের ব্রয়লার বিস্ফোরণেসআজ বুধবার (১৯শে এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে অন্তত ৩০ জন দগ্ধ হয়েছেন। বিষয়টি দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম নিশ্চিত করেছেন।
জেলার সদর উপজেলার রাণীগঞ্জ মোড় এলাকায় যমুনা অটো রাইস মিলের ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। ওসি রেদওয়ানুর রহিম জানান, আহতদের উদ্ধারে কাজ চলছে।