নাটোর প্রতিনিধি,
শুক্রবার নাটোরের লালপুর উপজেলার ৭নং ওয়ালিয়া ইউনিয়নের নান্দ-রায়াপুর কাবিলের মোড়
সংলঙ্গন পাট ক্ষেত থেকে লোকমান হোসেন (৩৫)এর লাশ উদ্ধার করেছে পুলিশ । মৃত
লোকমান নান্দ-রায়াপুর গ্রামের রমেজ আলীর ছেলে । স্থানীয় সূত্রে, গতকাল বৃহস্পতিবার
দিন গত রাত ১০.০০ঘটিকার দিকে লোকমান অটোভ্যানের চাবি হারিয়েছে বলে বাড়ী
থেকে বেড় হয়ে যায় কিন্ত রাত গভীর হলে লোকমান বাড়ী না ফেরাই বাড়ীর লোকজন
লোকমানের খোজাখুজি শুরু করে । পরে সকাল ৯.০০ঘটিকার দিকে লোকমানের বাড়ী থেকে
হাফমাইল দুরে কাবিলের মোড়ের অদুরে পাটক্ষেতের আইলের উপরে লোকমানের মৃত দেহ পরে
থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুর ১২.০০ঘটিকার দিকে লোকমানের লাশ উদ্ধার
করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পেরন করেন । এব্যাপারে লালপুর থানার
ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃত
লোকমানের শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিক ময়না তদন্তে ধারণা
করা যাচ্ছে তাকে বিদ্যুৎ স্পৃষ্টে হত্যা করে ফেলে রাখা হয়েছে । এই রিপোর্র্র্র্র্ট লেখা
পর্যন্ত মৃত লোকমানে পরিবার থেকে কেউ লালপুর থানায় কোন মামলা দায়ের করেনি।