মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ
আজ শুক্রবার জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব সাহিত্য কেন্দ্র ২০১৬ সালের বইপড়া
কর্মসূচির বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে ভাষা সৈনিক মিরশহীদ মন্ডল পৌর পাঠাগার মিলনায়তনে পাঁচবিবি কেন্দ্রর
সমন্বক সাংবাদিক আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৗর মেয়র
হাবিবুর রহমান হাবিব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঁচবিবি ভোর হলো শিশু
সংগঠনের সম্পাদক রকি খন্দকার ও বইপড়া কর্মসূচির বিজয়ী তামজিদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য ২০১৬ সালের বইপড়া এখান থেকে কর্মসূচিতে ৬ জন পাঠক পুরুস্কার পায়।