অনলাইন ডেস্কঃ
জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আখন্দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শোকবার্তায় স্পিকার বলেন, লাকী আখন্দের মৃত্যুতে দেশ একজন গুণী শিল্পীকে হারালো। সুর-সংগীতে অবদানের জন্য জাতি চিরদিন তাকে স্মরণ রাখবে’।
লাকী আখন্দের আত্মার মাগফিরাত কামনা করে তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান স্পিকার শিরীন শারমিন।
শুক্রবার দুপুরে ফের তার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যার আগে তাকে দ্রুত মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়; সেখানেই সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।