সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তর শনির হাওরের বাঁধ রক্ষা
পরিদর্শনে আসেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। গত শুক্রবার
বেলা সাড়ে ১২টায় উপজেলার শনির হাওরের লালুরগোয়ালা বাঁধ সহ
বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন। এসময় তিনি জেলা প্রশাসনের পক্ষ
থেকে ১০হাজার বস্তা ও পানি উন্নয়ন র্বোডের পক্ষ থেকে
১০হাজার বস্তা নিয়ে আসেন। এসময় তিনি ২০হাজার বস্তা বাঁধ
নির্মানের দায়িত্বে থাকা লোকজনের হাতে তুলে দেন। এ উপজেলা
সর্ব শেষ শনির হাওর রক্ষায় সেচ্ছা শ্রমে কাজ করায় শ্রমিক ও
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল সহ
বাঁধে কাজ করা সকল শ্রমিকদের প্রশংসা করেন। তিনি বলেন,এই
শনির হাওরের প্রতিটি বাঁধ হুমকির মধ্যে রয়েছে সেচ্ছা শ্রমে
সবার একান্ত প্রচেষ্টায় এখনো এই হাওরটি ঠিকে আছে জেলা
প্রশাসনের পক্ষ থেকে সবার্তœক সহযোগীতা করা হবে। এসময়
উপস্থিত ছিলেন,এডিশনাল জেলা প্রশাসক সার্বিক
কামরুজ্জামান,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান
কামরুল,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল
ইসলাম,তাহিরপুর উপজেলা সদর ইউপি চেয়ারম্যান বোরহান
উদ্দিন,জেলা প্রশাসকের সহকারী পিন্টু দাস,শফিকুল ইসলাম,বাদল
মিয়া,মেহেদী হাসান উজ্জল প্রমুখ। এছাড়াও তাহিরপুর ও জামালগঞ্জ
উপজেলার বিভিন্ন গ্রামের সেচ্ছা শ্রমে কাজ করা হাজার হাজার
শ্রমিকগন।