অনলাইন ডেস্কঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বেপরোয়া চালকের মতো রাজনৈতিক দুর্ঘটনার প্রস্তুতি নিচ্ছে।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম (উত্তর) জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের।
নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। এতে সাতটি উপজেলার তৃণমূলের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ বি এম ফজলে করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় দেওয়া বক্তব্যে ওবায়দুল কাদের বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘ভুল করেছেন গতবার। ভুলের চোরাবালিতে আটকে আছেন। এই চোরাবালি থেকে বের না হলে আপনাদের রাজনৈতিক অস্তিত্বই আগামী নির্বাচনের পর ঝুঁকির মুখে পড়বে।’
‘লেভেল প্লেয়িং ফিল্ড, সমান অধিকার চান? কে দেবে? সরকার? নির্বাচন কমিশন। সমান অধিকার কুমিল্লায় পাননি? নারায়ণগঞ্জে পাননি? নারায়ণগঞ্জে হারলেন আর কুমিল্লায় জিতলেন। জিতেও বলেন আরো ভোট পেতাম যদি নির্বাচন নিরপেক্ষ হতো। এখন দেখুন এদের সাথে, কে এদেরকে বোঝাবে?’
বিএনপিকে বেপরোয়া উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এরা বেপরোয়া হয়ে গেছে ক্ষমতা পাওয়ার জন্য। বেপরোয়া হয়ে গেছে। ব্রেকলেস ড্রাইডার (বেপরোয়া চালক) আছে না, বেপরোয়া ড্রাইডার রাস্তায় দুর্ঘটনা ঘটায়। আমার মনে হচ্ছে, বিএনপি বেপরোয়া ড্রাইভারের মতো বেপরোয়া রাজনীতিক হয়ে রাজনৈতিক দুর্ঘটনার প্রস্তুতি নিচ্ছে।’