নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায়
সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে তিস্তার তীব্র ভাঙ্গণ দেখা দিয়েছে।
ঈদের আগের দিন হতে পরদিন পর্যন্ত উপজেলার হরিপুর, তারাপুর,বেলকা, চন্ডিপুর, শ্রীপুর ও
কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদী ভাঙ্গণে শতাধিক পরিবার নদীগর্ভে বিলীন
হয়েছে। যার কারণে পরিবার গুলো ঈদ আনন্দ হতে বঞ্চিত হয়ে পড়েছেন। যে সময় ঈদের আনন্দ উপভোগ
করার কথা ঠিক সেই সময়ে তিস্তার ভাঙ্গণ থেকে ঘর-বাড়ি সরানোর কাজে ব্যস্ত ছিলেন ভাঙ্গণে
মুখে দাড়িয়ে থাকা পরিবার গুলো। বিশেষ করে উপজেলার বেলকা ইউনিয়নের শ্যামরায়েরপাঠ,
নব্বাবগঞ্জ, বেকরিরচর এলাকায় তীব্র ভাঙ্গণ দেখা দিয়েছে। বেলকা ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম
খলিলুল্ল্যাহ্ধসঢ়; জানান, নদী ভাঙ্গণের ফলে ঈদ আনন্দ হতে বঞ্চিত হয়ে পড়েছেন অনেকেই। নদীগর্ভে
বিলীন হওয়া পরিবারদের মাঝে এখন পর্যন্ত কোন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম জানান, ঈদের ব্যস্ততার কারণে নদী ভাঙ্গণ
এলাকা পরিদর্শন করা সম্ভাব হয়নি।