আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও
জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং রাজ- ৮৮ এর
উদ্যোগে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বাস্যস্ট্যান্ড ট্রাফিক
মোড়ে আজ রবিবার সকাল ১১ টায় সড়ক পরিচহন মোটরযান
চলাচল ২০১৭ আইন বাতিলের লক্ষ্যে মানববন্ধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার মোটর পরিবহন
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার,
সাংগঠনিক সম্পাদক শাহাদাত ও অন্যান্যরা। অপরদিকে
ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক
ইউনিয়ন, রেজিঃ নং রাজ- ১৯৯২ এর সভাপতি জয়েনদ্দীন, সাধারন
সম্পাদক ভট্টু মিয়া, সিদ্দীকুর রহমান, সোহেল রানা সহ আরো
অনেকে।
মানববন্ধনে জেলা ট্রাক, ট্যাংকলরী ৩ দফা দাবী করেন, ১। মালিক
শ্রকিম স্বার্থ বিরোধী আইন মানি না মানব না, ২। মটর
চালকদের ড্রাইভিং লাইসেন্স সহজ করন করতে হবে, ৩। পূর্বের
মোটর যান আইন বহাল রাখতে হবে। বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলার
মটর পরিবহন শ্রমিকের সাধারন সম্পাদক আব্দুল জব্বার।
ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক
ইউনিয়ন এর সভাপতি জয়েনদ্দীন। এছাড়া সাবেক নেতা গফুর
ভূইয়া, দুলাল, বাটলার প্রমুখ।