বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ
মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, খেতাবপ্রাপ্ত বীর উত্তম, বীর প্রতীক মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার সকালে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২ মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকার প্রত্যেককে তিন লাখ টাকার চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
চেক গ্রহণকারীদের মধ্যে রয়েছেন—বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মোছাম্মৎ মালেকা বেগম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মা মোছা. ফজিলা খাতুন, বীর উত্তম শাহ আলমের স্ত্রী মোছা. ফাতেমা খাতুন, বীর উত্তম আবদুস সাত্তার, বীর বিক্রম আবুল বাশারের ছেলে মহিন উদ্দিন, বীর বিক্রম জগৎ জ্যোতি দাসের বোন ফুলু রানী রায়, বীর প্রতীক খলিলুর রহমান, বীর প্রতীক আবদুল আলিমের স্ত্রী মোছা. জরিনা খাতুন, বীর প্রতীক নজরুল ইসলামের স্ত্রী রওনক জাহান, বীর প্রতীক সামছুল হকের স্ত্রী আনোয়ারা বেগম ও বীর প্রতীক মোক্তার আলী।
একজন মুক্তিযোদ্ধা বিদেশ থাকায় তাঁর পক্ষে একজন কর্মকর্তা চেক গ্রহণ করেন।