বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট থেকে সারাদেশে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)
সোমবার সকাল সাড়ে ১০টায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন সমকালকে বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সদরঘাট থেকে সারাদেশে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ চলাচল ফের চালু হবে।’
তিনি আরও বলেন, ‘এর আগে সকাল সাড়ে ৭টা ও ৯টায় লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।’
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা কোথাও কোথাও আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সোমবার সকাল ৮টা থেকে রাজধানীতে আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় থেমে থেমে বজ্রসহ বৃষ্টি। ১০টার পর শুরু হয় ঝড়ো হাওয়া। এতে রাজধানীর মালিবাগসহ বেশ কিছু এলাকা রাস্তা পানিতে ডুবে যায়। ফলে রাজধানীবাসীরা দুর্ভোগের মধ্যে পড়েন।