বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া নাশকতার ১৪ মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। বাকি ৯ মামলায় জামিনের আবেদনের শুনানি হবে দুপুরে।
সোমবার (২৪ এপ্রিল) সকালে মোট ২৩ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান সেলিমা রহমান। এর মধ্যে ১৪টি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও ৯টি মহানগর দায়রা জজ আদালতে চলমান।
তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, পল্টন থানার ৪টি, মুগদা থানার ৩টি, মতিঝিল থানার ২টি, খিলগাঁও থানার ২টি, যাত্রাবাড়ী থানার ১টি, গুলশান থানার ১টি ও লালবাগ থানার ১টি- এ ১৪টি মামলার শুনানি শেষে জামিনের আবেদন মঞ্জুর করেছেন সিএমএম আদালতের পাঁচজন ম্যাজিস্ট্রেট। অতিরিক্ত সিএমএম মো. কায়সারুল ইসলাম ও শেখ সামিদুল ইসলাম এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. খুরশিদ আলম, মো. গোলাম নবী ও মোহা. আহসান হাবীবের আদালত এসব মামলার শুনানি নেন।
আর বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনের ৯টি মামলার শুনানি হবে মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে।