মোঃ নাজমুল হোসেন,তালতলী উপজেলা প্রতিনিধি : তালতলী উপজেলার সোনাকাটা ইউপি নির্বাচন আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে। মাঠে রয়েছেন আওয়ামীলীগের তিন নেতা। তবে মূল লড়াই হবে একই ঘরের মধ্যে। বর্তমান চেয়ারম্যান ফরাজী মো. ইউনুচ ও তার আপন বড় ভাইয়ের বড় ছেলে সুলতান ফরাজীর সাথে তুমুল লড়াই হবে বলে প্রাথমিক জড়িপে আশংকা করছেন স্থানীয় ভোটাররা।তবে সুলতান ফরাজীকে নৌকা প্রতিক দেয়ার কারনে ক্ষমতাসীন দলের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে বলেও জানা গেছে। তার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠে থাকার ঘোষনা দিয়েছেন সুলতান ফরাজীর একমাত্র শ্যালক সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল ফকির ও তালতলী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য কবির আকন । কবির আকন গত নির্বাচনে সোনাকাটা ইউনিয়নে আওয়ামীলীগের সমর্থন নিয়ে নির্বাচন করে বর্তমান চেয়ারম্যান ইউনুচ ফরাজীর সাথে হেরে যান । নাম প্রকাশে অনিচ্ছুক সোনাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের একাধিক নেতা জানান, স্থানীয় ইউপি নির্বাচনে কবির আকন অথবা জলিল ফকিরকেই দলীয় সমর্থন দেয়া উচিত ছিল। তবে তারা আরো বলেন, এ নির্বাচনটি হবে একটি পরিবারের মধ্যে। ইউনুচ ফরাজীর বিরুদ্ধে নির্বাচন করতে কবির আকনের বিকল্প কেহ নাই বলেও জানান তারা। একই উঠানে নৌকা ও সতন্ত্র প্রার্থীর তুমুল লড়াই হবে। ফরাজী মো. ইউনুচ ও সুলতান ফরাজীর ঘর একই উঠানে অপরদিকে জলিল ফকির এর বোন সুলতান ফরাজীর ঘরে। এক কথায় একই পরিবারের নির্বাচন সোনাকাটায়,তবে জন সমর্থন লেজে গোবরে।