অনলাইন ডেস্কঃ
চলতি বছর এসএসসি পরীক্ষায় পাসের হারে এগিয়ে আছে রাজশাহী বোর্ড। ওই বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ। আর পিছিয়ে আছে কুমিল্লা বোর্ড। এবার ওই বোর্ডে পাসের হার মাত্র ৫৯ দশমিক শূন্য ৩ শতাংশ।
আজ বৃহস্পতিবার চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন।
রাজশাহী বোর্ডে এবার এক লাখ ৬৭ হাজার ৫৯০ পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৬৬ হাজার ৯৩৮ জন অংশ নেয়। এর মধ্যে পাস করে এক লাখ ৫১ হাজার ৪০৬ জন।
তবে গত বছরের তুলনায় রাজশাহী বোর্ডে পাসের হার কমেছে। গতবার ওই বোর্ডে পাসের হার ছিল ৯৫ দশমিক ৭০।
এবার সবচেয়ে খারাপ ফল করেছে কুমিল্লা বোর্ড। ওই বোর্ডে এ বছর এক লাখ ৮৩ হাজার ৮০৬ পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৮২ হাজার ৯৭৯ জন অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ আট হাজার ১১ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪৯ হাজার ৪৫৬ এবং ছাত্রীর সংখ্যা ৫৮ হাজার ৫৫৫ জন।
গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮৪ শতাংশ। গত বছর এক লাখ ৬০ হাজার ৫১৭ জন অংশ নিয়েছিল।
অন্যান্য বোর্ডের মধ্যে ঢাকায় পাসের হার ৮৬ দশমিক ৩৯ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার ৮০ দশমিক শূন্য ৪, চট্টগ্রামে ৮৩ দশমিক ৯৯, বরিশালে ৭৭ দশমিক ২৪, সিলেটে ৮০ দশমিক ২৬ ও দিনাজপুর বোর্ডে ৮৩ দশমিক ৯৮ শতাংশ।