সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে মাটি খুঁড়ে ২১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার
করেছে স্থানীয় থানা পুলিশের একটি বিশেষ দল ‘কুইক রেসপন্স
টিম’। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ মে) রাতে প্রায় ৮
ঘটিকার সময় উপজেলার খাঁনপুর ইউনিয়নের খোশালপুর গ্রামের
গিয়াস উদ্দিনের ছেলে শামসুজ্জামান জামালের বাড়ি থেকে
ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।
বিরামপুর সার্কেল অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার
এএসএম হাফিজুর রহমানের নেতৃত্বে এসআই আবু বকর
সিদ্দিক, শামসুল হক, এএসআই কামরুল ইসলামসহ সঙ্গী বহর
নিয়ে ঘটনাস্থলে পৌছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই
পালিয়ে যায় শামসুজ্জামান ও তার দুই সহযোগী ঝঁগড়–পাড়ার
এনামুলের ছেলে এরশাদুল ও খানপুরের ইদ্রিস আলীর ছেলে হুমায়ুন।
অতঃপর সেখানে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে পলিথিন
ব্যাগে মোড়ানো অবস্থায় ফেন্সিডিল গুলো উদ্ধার করে থানায় নিয়ে
যাওয়া হয় এবং পলাতক আসামীদের খোঁজ চলছে বলে জানানো হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানান
এএসপি হাফিজুর রহমান।