ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় ভূমি অফিসের এক দালালকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড
প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর দেড়টায় ভ্রাম্যমান আদালত এ
রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আব্দুল মজিদ উপজেলার মনোহরপুর ইউনিয়নের
বিষ্ণুদিয়া গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে শৈলকুপা ভূমি অফিসের সহকারী কমিশনার
(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার সাংবাদিকদের জানান,
দন্ডপ্রাপ্ত আব্দুল মজিদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ভূমি অফিসে দালালীর
সাথে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।
সর্বশেষ একই গ্রামের মৃত তাহাজ্জতের ছেলে আব্দুস সাত্তারের কাছ থেকে
টাকা নিয়ে দালালী করাকালে বুধবার দুপুরে সে হাতে নাতে ধরা পড়ে।
ভূমি অফিসকে দূর্ণীতি ও দালালমুক্ত রাখতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান
অব্যাহত থাকবে।