বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামজেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার, ফটিকছড়ি উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিয়োদ্ধা শাহ অালমকে হত্যা ও পরিবারকে দেশান্তর করার হুমকি তদন্তে মাঠে নেমেছে অাইন শৃংখলা রক্ষাকারী বাহীনী।
গত ৭ মে রাতে জীবনের নিরাপত্তা চেয়ে ভূজপুর থানায় অভিযোগ করেন বীর মুক্তিয়োদ্ধা শাহ অালম।ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাব্দুল লতিফ অভিযোগ অামলে নিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দেন।
এস অাই অাবুল কালাম অাজাদের নেতৃত্বে অাইন শৃংখলা বাহীনি তদন্তে নামে। যোগাযোগ করা হলে তিনি বলেন তদন্ত চলছে, তদন্তের স্বার্থে সব কিছু প্রকাশ করা যাচ্ছে না।
মুক্তিয়োদ্ধা হত্যা হুমকি দাতাদের দ্রুত অাইনের অাওতায় অানার জন্যে সামাজিক গণমাধ্যম, বাংলাদেশ মুক্তিয়োদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড, উপজেলা কমান্ড, অামরা মুক্তিয়োদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি, মুক্তিয়োদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি, ফ্রিডম একাত্তর বাংলাদেশ, প্রজন্ম একাত্তর সহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক, পেশাজীবী, ছাত্র জনতা প্রতিবাদ ও নিন্দার ঝড় তোলেন।
উল্লেখ্য
গত ৭ মে সন্ধ্যায় সন্ত্রাসী অাবুল বশর প্রকাশ বুতুন্না, সন্ত্রাসী অাব্দুল মন্নান -প্রকাশ ভূমি দস্যু মন্নান্না,সন্ত্রাসী বজল প্রকাশ বজ্জলা,অাক্কাস প্রকাশ সন্ত্রাসী অাক্কাস্সা ও এমরাইন্না
বীর মুক্তিয়োদ্ধার শাহ অালমে হত্যার জন্যে হামলা চালায় এতে উপস্হিত জনতা এগিয়ে অাসাতে প্রাণহানি হতে বেছে যায় ।