অনলাইন ডেস্কঃ
রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের দায়ে গ্রেফতারকৃত আসামি সাফাতকে ৬ দিন এবং সাদমান সাকিফকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার বিকেলে আদালতের কাছে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ বিভাগ) কৃষ্ণ পদ রায় জানান, ধর্ষণের দায়ে গ্রেফতারকৃত আসামি সাফাত ও সাদমান সাকিফক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
এর আগে শুক্রবার সকালে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমদ ও তার সহযোগী সাদমান সাকিফকে ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হয়।
গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সিলেট নগরীর পাঠানটুলার একটি বাসা থেকে সাফাত আহমদ ও সাদমান সাকিফকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
গত সোমবার থেকে সিলেটে অবস্থান করছিলো তারা। তারা দক্ষিন সুরমার রিজেন্ট পার্ক রিসোর্টে গিয়েও পরিচয়পত্র দেখা না পারায় সেখানে থাকতে পারেনি।
বৃহস্পতিবার ওই ঘটনায় অভিযুক্ত ৫ আসামির বিরুদ্ধে আদালতে জবানবন্দি দেন দুই শিক্ষার্থী।
বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দুই তরুণী ধর্ষিত হওয়ার পর অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। ধর্ষণের ওই ঘটরায় বনানী থানায় মামলা দায়ের করা হয়।