বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতাঃ
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে প্রকাশ্য সমাবেশে নাটোর-১
(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-
সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের কটুক্তির প্রতিবাদে এবং
অবিলম্বে বক্তব্য প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে
বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগ। সোমবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল-
ঢাকা মহাসড়কের রাজ্জাক মোড়ে মানববন্ধনকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি
সাহাবুল ইসলাম সরদারের সভাপতিত্বে সহ-সভাপতি আল হেলাল কাফী,
সাধারণ সম্পাদক মানিক রায়হান, যুগ্ন সম্পাদক সোহেল রানা জাফর ও
পৌর ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক শেখ ইসমাইল হোসেন বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, গত ১১ মে জেলার লালপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলনে সাংসদ
আবুল কালাম আজাদ তার বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নগদ দেড়
লাখ টাকা দিলেও চাহিদা অনুযায়ী ৫ লাখ টাকা না দেয়ায় তারা সম্মেলনে
আসেননি এবং উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেননি বলে দাবী
করেন।