গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের চৌদ্দমাথা রাস্তায় এডিবি প্রকল্পের আওতায় প্রায় ৪০
হাজার টাকা ব্যয়ে নবনির্মিত গেটটি উদ্বোধন না হতেই নির্মানের দেড় মাসের মাথায় ভেঙ্গে পড়ায়
সেখানে নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুলেছে এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, ঝড় বৃষ্টি বা কোন প্রকার প্রাকৃতিক দূর্যোগ ছাড়াই গেটটি ভেঙ্গে
পড়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে গেটটির নির্মান ঠিকাদার নাটোরের মিঠুকে মুঠোফোনে না
পেলেও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আওয়াল হোসেন জানান, গেটটি
নির্মানের পুর্বে থেকেই এলাকাবাসীর সাথে ওই ঠিকাদারের মতানৈক্য সৃষ্টি হয়। যার কারণে রাতের
অন্ধকারে কে বা কারা শত্র“তামূলকভাবে ওই গেটটি ভেঙ্গে ফেলেছে।