প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে গতকাল সোমবার ‘সরকারি খাতে সেবাগ্রহণে প্রতিবন্ধকতা দূরীকরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আব্দুল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ‘সরকারি খাতে সেবাগ্রহণে প্রতিবন্ধকতা দূরীকরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নাসিম আহম্মেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ। এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, মাওলানা মো. নবিউল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রজব আলী, মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভূট্টু, দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন গুপ্ত শুভ, স্কুল শিক্ষার্থী রাশেদ ইসলাম সোহানসহ বিভিন্ন শ্রেণি ও পেশার অর্ধশত ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার দুই শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।