ঢাকা: ফ্রান্সের নিসে বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ হামলায় ব্যাপক হতাহতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (১৫ জুলাই) এক বার্তায় রাষ্ট্রপতি এ নিন্দা ও শোক জানান।
বার্তায় আব্দুল হামিদ ফ্রান্সের সরকার ও শোকাহত জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে আহতদের আশু সুস্থতাও কামনা করেন।
রাষ্ট্রপতির প্রেস ইউং থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) নিসে জনতার ওপর ট্রাক সন্ত্রাসী হামলা চালিয়ে ৮৪ জনকে হত্যা করা হয়।