সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিজেদের সর্বোচ্চ সেরা অবস্থান ছ’য়ে উঠে এসেছে টাইগার বাহিনী।এ ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওভারে ৩৭ বছর বয়সী অফ-স্পিনার জিতান প্যাটেলের হাতে বল তুলে দেন অধিনায়ক টম ল্যাথাম। জিতানের প্রথম বলটি এগিয়ে এসে লং-অন দিয়ে হাওয়ায় ভাসান তামিম। তার আগে ওয়ানডে ক্রিকেটে ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকাতে পেরেছেন মাত্র তিনজন।
১৯৯২ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়াসিম আকরামের করা ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকিয়েছিলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্ক গ্রেটবাখ। ১৯৯৮ সালে ভারতের বিপক্ষে জাভাগাল শ্রীনাথের করা ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকান ওয়েস্ট ইন্ডিজের ফিলো ওয়ালেস। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের প্রথম জ্যাসন গিলেস্পির প্রথম বলে ছক্কা হাঁকান ভারতের বীরেন্দ্র শেবাগ।ইনিংসের প্রথম বলে ছক্কা পাওয়া গেলেও ম্যাচের প্রথম বলে এখনো ছক্কা পায়নি ক্রিকেট বিশ্ব। কারণ, সব ছক্কায় হয়েছে ম্যাচের দ্বিতীয় ইনিংসের প্রথম বলে, প্রথম ইনিংসের প্রথম বলে নয়।তামিম ইকবাল শেষ পর্যন্ত ৮০ বলে ৬টি চার ও একটি ছক্কার সাহায্যে ৬৫ রান করে আউট হন।