মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি॥
নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার (২৫শে মে) বিকেলে উপজেলা পল্লীশ্রী-রি কল প্রকল্পের
প্রচেষ্টায় রুপালী ব্যাংক কর্তৃক দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে দরিদ্র নারী
উদ্যোক্তাদের মাঝে ঋন বিতরন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারের স্বপ্ন পুরনে ক্ষুদ্র খামার ব্যবস্থাপনার মাধ্যমে নারীর অর্থনৈতিক
ক্ষমতায়ন,দারিদ্রতা দুরীকরন এবং জেন্ডার সমতা আনয়নে রুপালী ব্যাংক ডিমলা শাখার
আয়োজনে উপজেলার পল্লীশ্রী-রি- কল প্রকল্পের কর্ম এলাকা খগাখড়িবাড়ি ইউনিয়নের
১০জন নারীর প্রত্যেককে এক লক্ষ করে মোট দশ লক্ষ টাকার প্রকাশ্যে ঋন বিতরন করা হয়।
উক্ত ঋন বিতরনে ডিমলা রুপালী ব্যাংক শাখা ব্যবস্থাপক-আবু সাইদের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১(ডোমার- ডিমলা)আসনের সংসদ সদস্য
বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা
নির্বাহী কর্মকর্তা-রেজাউল করিম,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা-তবিবুল
ইসলাম, আমীর হামজা, রংপুর বিভাগীয় রুপালী ব্যাংকের মহা ব্যবস্থাপক,ফজলুল করিম উপ-
মহা ব্যবস্থাপক,এম বি আক্তার-প্রোগাম ডিরেক্টর অক্সফ্যাম বাংলাদেশ,সেলিম রেজা-
প্রোগাম ম্যানেজার লাইভলিহুড পল্লীশ্রী দিনাজপুর,রবিউল ইসলাম লিথন-চেয়ারম্যান
খগাখড়িবাড়ি ইউপি,উপজেলা পল্লীশ্রী সমন্বয়কারী-পুরান চন্দ্র,উপজেলা আওয়ামী
মহিলা লীগের সভাপতি-গোলসে আরা বেগম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,মকিম চৌধুরী প্রজেক্ট অফিসার ও নার্গিস বেগম
ফ্যাসিলেটেটর পল্লীশ্রী-রি কল,ডিমলা।
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী