আব্দুল আউয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দশ বোতল ফেন্সিডাল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানার পুলিশ।
শুক্রোবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ তাকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী একজন শহরের নিশ্চিন্তপুর এলাকার মোঃখোকা মিয়ার ছেলে সুমন আলী (২৭)
পুলিশ জানায়, শুক্রোবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঠাকুরগাঁও সদর থানার এস আই আবু হানিফের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালায় । এসময় পুলিশ ১০ বোতল ভারতিও ফেন্সিডাল সহ মাদক ব্যবসায়ী সুমন কে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মশিউর রহমান , আটক এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে ।