ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের ব্যাপারীপাড়ায় অভিযান চালিয়ে জলি খাতুন (২৮) নামে
জামায়াতের এক নারী কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ জুলাই) ভোরে তাকে আটক করা হয়। সে ওই এলাকার খোরশেদ
আহম্মদের স্ত্রী।
পুলিশ জানায়, জলি খাতুন জামায়াতের নারী কর্মীদের বিভিন্ন সময়
প্রশিক্ষণ দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে
ভোরে তাকে আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার
বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক
জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।