মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জে বিদেশী ১ টি পিস্তল ৪টি
ম্যাগজিন ১৫ রাউন্ড তাজা গুলি, ৬৬৫ বোতল ফেন্সিডিল ও হরিণের চামড়া
সহ ৪জনকে গ্রেফতার করেছে র্যাব-১১, গতকাল গভীর রাতে র্যাব ১১
মুন্সীগঞ্জের একটি বিশেষ টিমের কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ
নাহিদ হাসান জনির,নের্তৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে
র্যাব-১১ কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীন্সগঞ্জ জেলার
শ্রীনগর উপজেলার আলামিন বাজার এলাকার
মোঃ আজিবর (৩৮), পিতা-মৃত শেখ তোতা মিয়া, সাং-উত্তর কামার গাঁও
এর মালিকানাধীন ৪র্থ তলা বিশিষ্ট বিল্ডিং এ অভিযান পরিচালনা করে ৬৬৫
(ছয়শত পয়ষট্টি) বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির ১
,২০,৪০০/- (এক লক্ষ বিশ হাজার চারশত) টাকাসহ আসামী (১) মোঃ
আজিবর (৩৮), পিতা-মৃত শেখ তোতা মিয়া, সাং-উত্তর কামার গাঁও, (২)
মোঃ মনির হোসেন (৩৫), পিতা-মতিউর রহমান, সাং-মধ্যে কামার গাঁও,
থেকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩,৩২,৫০০/-
(তিন লক্ষ বত্রিশ হাজার পাঁচশত) টাকা।
অপরদিকে একই তারিখ ভোর ০৪.৩০ ঘটিকার সময় অপর একটি অভিযানে
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কাদুর গাঁও সাকিনস্থ ওয়াসিম আহম্মেদ
স্বপন এর বসত বাড়ী হতে (১) একটি বিদেশী পিস্তল, ১৫ রাউন্ড তাজা গুলি,
০৪ টি ম্যাগাজিন, অস্ত্র বিক্রির নগদ অর্থ ৪,৬৪,২৫০/- (চার লক্ষ চৌষট্টি
হাজার দুইশত পঞ্চাশ) টাকা এবং একটি হরিনের চামড়া সহ আসামী ওয়াসিম
আহম্মেদ স্বপন (৩৫), পিতা-শেখ আয়নুল হক, সাং-কাদুর গাঁও, থানা-শ্রীনগর,
জেলা-মুন্সীগঞ্জ এবং আলামিন হোসেন (৩৩), পিতা-সেলিম হোসেন সেকান্দর,
সাং- রঘুনাথপুর, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর বলে জানা গেছে এ সময়
র্যাব আরো দুইজন কে গ্রেফতার করেন। বিদেশী অস্ত্রের আনুমানিক মূল্য
১,০০,০০০/- (এক লক্ষ) টাকা। পরবর্তীতে উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা রুজু
প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা ।