বাংলার প্রতিদিন ডটকমঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন। খুব আনন্দের কথা।’ তিনি আরো বলেন, ‘তাতে আমরা কিছুটা আনন্দিত হয়েছি এ জন্য, তাহলে আপনি বুঝতে পেরেছেন যে বিএনপি ছাড়া নির্বাচন হবে না।’
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা ওই ইফতারের আয়োজন করেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনার (শেখ হাসিনা) মুখ থেকে আমাদেরকে অংশগ্রহণ করার কথা বলা এটা আগে কখনো শুনিনি। এবার শুনলাম।
মির্জা ফখরুল আরো বলেন, ‘সেখানে আপনি যে কথাটা বলেছেন যে আমরা যেন ভুল না করি ২০১৪ সালের মতো, নির্বাচনে যেন যাই। আমরা তো নির্বাচনে যেতে চেয়েছি। আপনারা চাতুরি করে, প্রতারণা করে জনগণকে বিভ্রান্ত করে, বুঝতে না দিয়ে আপনারা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিয়ে পঞ্চদশ সংশোধনী করলেন।’
সুইডেনে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘হত্যা, লুটপাট ও দুর্নীতির রাজনীতি বাদ দিয়ে আগামী নির্বাচনে অংশ নিন।’
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুইডেনের স্টকহোমে সিটি কনফারেন্স সেন্টারে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা চাই গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক। আমরা চাই তারা (বিএনপি) পুনরায় নির্বাচন থেকে সরে যাওয়ার মতো ভুল না করুক। বরং আমরা চাই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জনগণ বিচার করবে কারা ক্ষমতায় আসবে।