রাজনীতিঃ
ঈদুল ফিতর উপলক্ষে দেশের মানুষকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
গতকাল রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
আজ দুপুর ১২টার দিকে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হবে। খালেদা জিয়া প্রথমেই শুভেচ্ছা বিনিময় করবেন বিদেশি কূটনীতিকদের সঙ্গে। এর পর দেশের বিশিষ্ট নাগরিক, রাজনীতিবিদ ও অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়া রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এর পর তিনি যাবেন বনানী কবরস্থানে। সেখানে তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন।