অনলাইন ডেস্কঃ
ভ্যাট আইন স্থগিত এবং ব্যাংক আমানতে আবগারি শুল্ক হ্রাস করার পাশাপাশি বেশকিছু পণ্য ও সেবার ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে বাজেট আলোচনায় এসব কথা জানান অর্থমন্ত্রী। পরে কিছু সংশোধনী এনে অর্থবিল, ২০১৭ পাস হয় সংসদে।
বাজেট আলোচনায় অর্থমন্ত্রী, মোটরসাইকেল ও রেফ্রিজারেটরের সংযোজন যন্ত্রাংশ, এলপিজি সিলিন্ডার, সোলার প্যানেল, কম্পিউটারের যন্ত্রাংশ আমদানির ওপর আরোপিত বর্ধিত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন। এ ছাড়া মেডিশনের ওপর প্রস্তাবিত ভ্যাট আগামী দুই বছর কার্যকর হবে না বলেও জানান অর্থমন্ত্রী। তৈরি পোশাকের ওপর ১ শতাংশ উৎসে কর বহাল রাখারও প্রস্তাব দেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘এ বাজেটটি আমার একাদশতম বাজেট। আমি বলেছিলাম এটি হবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ বাজেট। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ও পরামর্শ গ্রহণ করে যেভাবে এটি প্রস্তাবিত হয়েছে তাতে সত্যিই দাবি করছি এটি একটি অতি উত্তম বাজেট প্রস্তাব। আমার জীবনের শ্রেষ্ঠতম বাজেট।