অনলাইন ডেস্কঃ
কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে নিজ জিম্মায় মুক্তি দেয়ার পর তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।তার স্ত্রী ফরিদা আখতার ও তার মেয়ে সম্তলী হকসহ অনেকে তার সঙ্গে হাসপাতালে রয়েছেন।
স্ত্রী ফরিদা আখতার জানালেন, আদালত থেকে সরাসরি ফরহাদ মাজহারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়বেটিস ও হৃদরোগে ভুগছিলেন। চোখ বাঁধা অবস্থায় গেলো দুই দিনের বিভীষিকাময় পরিস্থিতিতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মানসিকভাবেও তিনি ভীষণ বিপর্যস্ত। সুস্থ হওয়ার আগ পর্যন্ত চিকিৎসকরা তাকে কথা কম বলতেও নিষেধ করেছেন।মঙ্গলবার দুপুরে পুলিশ ফরহাদ মজহারকে আদালতে হাজির করলে আদালত তাকে নিজ জিম্মায় অনুমতি দেন। শুনানি শেষে মুচলেকায় সই করে পরিবারের সঙ্গে মিলিত হন। আদালতে অনুমতি চেয়ে আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয় ফরহাদ মজহারকে। সোমবার রাত সাড়ে ১১টায় যশোরের নোয়াপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়। সকালে যশোর থেকে ঢাকায় এনে আদাবর থানায় নেয়া হয়। সেখানে তার স্বজনরা সাক্ষাত করেন।