ক্রীড়া প্রতিবেদক:
গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে কেপটাউনে শ্রীলঙ্কান ক্রিকেটার নিরোশান ডিকভেলার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন কাগিসো রাবাদা। নিয়ম অনুযায়ী পরবর্তী চব্বিশ মাসের মধ্যে আর কোনো ডিমেরিট পয়েন্ট যোগ হলেই নিষিদ্ধ হবেন। তা হয়েছেও, ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে গালি দিয়ে আরেকটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। তাই এক টেস্ট ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার এই তরুণ পেসার।
ম্যাচ রেফারি জেফ ক্রো জানিয়েছেন, গত বৃহস্পতিবার লর্ডস টেস্টের প্রথম দিনে স্টোকসকে আউট করার পর ‘অকথ্য ভাষায়’ গালি দিয়েছিলেন রাবাদা। এর শাস্তি হিসেবে ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে, এর সঙ্গে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।
এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় ট্রেন্টব্রিজ টেস্টে খেলতে পারবেন না এই প্রোটিয়া পেসার। ব্যাটসম্যানকে গালি দেওয়ায় শব্দটি মাইক্রোফোনের মাধ্যমেই শোনা গেছে। যেটি ছিল অত্যন্ত আপত্তিকর। রাবাদা দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেসার মাত্র ১৭ টেস্ট খেলে উইকেট ৭১ নিয়েছেন। আর লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ২৮ ওভারে ১২৩ রান খচর করে তুলে নেন তিন উইকেট।